কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত ২৮শে নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ ইউনিয়নে নির্বাচিত হয় নতুন মুখ, তারি ধারাবাহিকতায় উপজেলার ১২ নং বোয়ালিয়া ইউনিয়নেও আসে ব্যাপক পরিবর্তন এবং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় খোয়াজ হোসেন ও মেম্বারদের ক্ষেত্রেও আশে আমূল-পরিবর্তন।
ইউনিয়নের সাধারণ ভোটারদের আশা ছিলো নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা হয়তোবা ভালোভাবে উন্নয়ন মূলক কাজগুলো কোন প্রকার দূর্নীতি ছাড়া সম্পূর্ণ করবে কিন্তু সে গুড়ে পড়লো বালি।
ইউনিয়ন পরিষদে প্রথমেই ৪০ কর্মসূচির রাস্তায় মাটি ফেলার কাজ আসে, কর্মসূচিতে প্রতিদিন ২৪জন করে লেবার দিয়ে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ৭নং ওয়ার্ডের বদুর বাড়ি হতে নুবালের বাড়ি অভিমুখী রাস্তায় মাটি কেটে দিতে হবে এই মর্মে ইউনিয়নটির ৭,৮,৯ নং ওয়ার্ডের তিনজন পুরুষ মেম্বার ও একজন সংরক্ষিত মহিলা আসেনর মেম্বারকে দিয়ে পিআইসি করা হয় ৭নং ওয়ার্ডের পুরুষ মেম্বার মনিরুজ্জামানকে
কিন্তু বরাদ্দ ও নিয়ম অনুযায়ী সেই কাজ না করে সরকারি টাকা হরিলুট করার লক্ষে ৮/১০ জন লেবার দিয়ে চলছে কোন রকম লোক দেখানো রাস্তায় মাটি ফেলার কাজ ।
৭নং ওয়ার্ডের সাধারণ জনগন অভিযোগ করে বলেন, রাস্তার মাটি ফেলার কাজ হচ্ছে কিন্তু যে পরিমাণ কাজ হওয়ার কথা সেই পরিমাণ কাজ হচ্ছে না কোন দিন ৮ টা আবার কোনদিন ১০ টা করে লেবার এসে কোনরকম কয়েক ডালি মাটি ফেলে দুপুর ১২ টার মধ্যে আবার তারা চলে যায় মেম্বাররাও কাজের তেমন কোন খোঁজ খবর নেয় না।
এ বিষয়ে কাজের পিআউসি ৭নং ওয়ার্ডের মেম্বার মনিরুজ্জামানের সাথে প্রতিবেদক কথা বললে তিনি জানান, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে, এবং সেখানে প্রতিদিন যে কয়জন লেবার কাজ করার কথা সেই কয়জন লেবারেই কাজ করে।
অনিয়মের বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার বিষয়টি জানা নেই।