কুষ্টিয়ার কুমারখালীতে চাপড়া ইউনিয়নের রাজনীতি কে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর নির্দেশনা অনুযায়ী চাপড়া ইউনিয়নের বাঁধবাজার-কাঞ্চনপুর ব্রিজ সংলগ্ন যুবলীগ নেতা তরুণের অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পর্যায়ের রাজনীতি বেগবান এবং শক্তিশালী করতে জর্জ এমপি বলেছেন, গণতন্ত্রবিরোধী চক্র এখনও সক্রিয় এবং নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন ষড়যন্ত্রই আমাদের সত্য ও ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। “আসুন, গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করি এবং দেশের উন্নয়ন ও জণগণের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।”
চাপড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম সাবদুল এর সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মোল্লা সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক মঞ্জু ,চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস শাহ, কুমারখালী থানা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তরুণ, চাপড়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি শামসুজ্জামান লালটু,৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামির হোসেন মন্ডল, চাপড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ পুকারে,সহ সকল স্থরের নেত্ববৃন্দু।