সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব নির্বাচিত কমিটি ২০২১-২০২৪ আজ ৭ সেপ্টেস্বর বেলা ১২ টায় ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক নওশাদ আলী।
এ সময় বক্তব্য রাখেন, শ্রম দপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, কলকারখানা প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের এআইজি মোরতোজা মোরশেদ, শ্রম কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম, শ্রমকল্যাণ সংগঠক পারভেজ খান, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সাধারন সম্পাদক সোহেল রানা। সভা সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার ডিউ।
নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি পদে রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি পদে কামরুন্নাহার খান, সাধারন সম্পাদক পদে মাহমুদ হাসান, যুগ্ম-সম্পাদক পদে আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক পদে রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ পদে ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক পদে ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ চাঁদ আলী, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর খাঁনের নাম নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার ডিউ ও জাহিদুল হক ডন উপস্থিত ছিলেন।
ইউনিয়নের সদস্যরা নির্বাচিতদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।।