1. admin@protidinerkushtia24.com : pk24 :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

নতুন নিয়মে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ Time View

নতুন নিয়মে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিন

চাকরি নয়, সেবা এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, এমন প্রার্থীদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৮ টায় ৩য় এপিবিএন, শিরোমনি, খুলনার প্যারেড গ্রাউন্ডে প্রথম দিনে উত্তীর্ণ ৫১৩ জন প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর Physical Endurance Test (PET) ১ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (লং জাম্প), ৩য় ইভেন্ট (হাই জাম্প) অনুষ্ঠিত হয়। উক্ত ইভেন্ট সমূহে সাধারণ কোটার ৫০৬ জন এবং মুক্তিযোদ্ধা কোটার ৭ জন সহ সর্বমোট ৫১৩ জন প্রার্থী অংশ গ্রহন করেন। Physical Endurance Test (PET) ১ম ইভেন্ট, ২য় ইভেন্ট ও ৩য় ইভেন্ট শেষে সর্বমোট ৩৭৪ জন যোগ্য বলে বিবেচিত হয়।

পরীক্ষা গ্রহণকারী উপ-কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, মো: আজিবর রহমান, আর আই ,কুষ্টিয়া, মো: শহিদুজ্জামান, আরওআই, কুষ্টিয়া সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে ২য় দিনের নিজ নিজ দায়িত্ব সমূহ সঠিক ভাবে শেষ করেন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই কাজে সহায়তাকারী হিসেবে কুষ্টিয়া জেলার ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, নায়েক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia