এই ঘটনায় দৌলতপুর থানায় হত্যা মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গ্রেফতারকৃত আসামিসহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলাটির বিচারকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে পেনালকোড ৩০২ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামি মোঃ সাইদুর রহমান কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ও
আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল),কুষ্টিয়া মোঃ ইয়াছির আরাফাত এর দিক নির্দেশনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দৌলতপুর থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম ও এএসআই মোঃ সবুজ হোসেন এবং সঙ্গীয় কং মোঃ তুহিন হোসেন গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।