শুক্রবার বেলা ১২টার দিকে এক গোপন তথ্যের ভিত্তিতে এস আই রোকনুজ্জান জানতে পারে যে বাহিরমাদি থেকে একটি বাজার করা ব্যাগের ভিতরে করে গাঁজা নিয়ে হোসেনাবাদ বাজারের দিকে যাচ্ছ মামুন নামে ঐ মাদক কারবারি
বাহির মাদি মাঠের মধ্যে পুলিশ চেকপোস্টের কাছে মামুন এসে পৌঁছলে তার হাতে থাকা বাজার করার ব্যাগ তল্লাশি করলে ব্যাগে রাখা চারটি পোটলায় মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
পরে গাঁজা সহ মাদক কারবারিকে দৌলতপুর থানায় নিয়ে যেয়ে নিয়মিত মাদক মামলা দিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে এস আই রোকনুজ্জামান বলেন, কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ খায়রুল আলম স্যারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল),কুষ্টিয়া মোঃ ইয়াছির আরাফাত স্যারের দিক নির্দেশনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অভিযান টি পরিচালনা করে মাদক কারবারি মামুন কে আমরা আটক করতে সক্ষম হয়েছি, এধরনের অভিযান আমাদের চলমান থাকবে