সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে
এসএম জামালঃ “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হয়েছে কুষ্টিয়ায়।
রবিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এসময় তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে এবং তাদের মানবসম্পদে পরিণত করে দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা দেওয়ার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকৃত দরিদ্ররা যেন সরকারের এসব কর্মসূচির সুফল ভোগ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন।
এসময় আরো বক্তব্যে রাখেন,
জিপি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শামস তানিম মুক্তি, মহিলা বিষয়ক অধিদফতর এর কুষ্টিয়া কর্যালয়ের উপপরিচালক নুরে সফুরা ফেরদৌস, সদর উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হান, শহর সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, দিশার সহকারী নির্বাহী পরিচালক এমআর ইসলাম প্রমুখ।
কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন জানান, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সবসময়ই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা প্রচলন করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধিক্ষেত্র, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়িয়েছে।
এরআগে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠান শেষে ৩জন প্রতিবন্ধীকে ৫০হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এছাড়াও শহর সমাজসেবা অফিস থেকে ২৬জন মহিলাকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ হিসেবে সর্বমোট ৯লক্ষ ৮০হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।