মেহেরপুরের গাংনীতে মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৩ জানুয়ারি), বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়ীয়াতে এ স্কুলের উদ্বোধন করা হয়।
মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদ রেজা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোস্তফা কামাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার, কাজীপুর ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক মন্জুর হোসেন টকি, বালিয়াঘাটের প্রধান শিক্ষক সাহাব উদ্দীন, রফিকুল ইসলাম পথিক, বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান মোল্লা, বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, হাড়াভাঙ্গা সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও কাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, নাটনাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুজ্জোহাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্য মান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বেতবাড়ীয়া মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেটের কোমলমতি শিক্ষারথীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি মাসুদ রেজার মাতা জহুরা রহমান।
এর পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বেতবাড়ীয়া জামে মসজিদের পেশ ইমাম।
এরপর স্বাগত বক্তব্য রাখেন, মাহাদিয়া রায়সা ও মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রুহুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন প্রাথমিক কার্যক্রম থেকে বইসহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।