বৃহত্তর কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান” মোমতাজুল উলূম মাদ্রাসার নূরানী কিন্ডার গার্টেন শাখার ২০২২ শিক্ষাবর্ষের ক্লাশ
উদ্বোধন ও পবিত্র কুরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. গোলাম মওলা।
মমতাজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হা মাওলানা আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ক্বুওয়াতুল ইসলাম কামিল আলীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মওলানা শিহাব উদ্দিন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান ড. রেজাউল করিম মুরাদ, কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, মুফতি আসাদুজ্জামান, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল হাসান ইনু, বিশিষ্ট ব্যাবসায়ী, মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমতাজুল উলূম মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান মাওলানা আব্দুল মতিন।
পরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন শরীফ বিতরণ ও সবক প্রদান করা হয়।