কুষ্টিয়া দৌলতপুরের ১নং প্রাগপুর ইউনিয়নের মাদাপুরে ছোট বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে মোছাঃ মনোয়ারা খাতুন(৩০) স্বামী মোঃ জহুরুল ইসলাম নামের এক মহিলাকে একই গ্রামের মোঃ হজরত আলীর ছেলে মোঃ লাবলু(৩৫) ও তার স্ত্রী মোছাঃ তিশা খাতুন(২৬) গেল গত ১৯/১২/২০২১ তারিখ বিকাল পাঁচটার সময় মোছাঃ মনোয়ারা খাতুনকে এলোপাতাড়ি ভাবে কিল, ঘুষি সহ চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে। এমন সময়ে চিৎকার চেচামেচি শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে নিয়ন্ত্রণে আসে এবং দেখা যায় মারের আঘাতে চোখ ফোলা ও কালশিরা জখমের দাগ এবং মাথায় রক্তপাত দেখে সাথে সাথে ডাক্তারের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় কিন্তু অবস্থার অবনতি ঘটলে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয় । এ ব্যাপারে মোছাঃ মনোয়ারা খাতুন দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। কিন্তু তিনি এখনও কোনো প্রতিকার পাইনি এমনটায় দাবি করেন তিনি। এব্যাপার নিয়ে কিছু সাংবাদিক ঘটনাস্থলে বিষয়টি নিস্চিত করতে গেলে জানা যায় ঘটনা সত্যি। এসময়ে আসামি মোঃ লাবলু অস্বীকার করলেও তার স্ত্রী মোছাঃ তিশা খাতুনের মুখ থেকে সত্যতা বের হয়ে আসে। এবং মামলা তুলে নেওয়ার জন্য ভয় ভিতি এবং দোকানে গেলে চেয়ার তুলে মারতে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ন্যায় বিচারের আশায় মোছাঃ মনোয়ারা খাতুনের পরিবার।