কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ শে নভেম্বর ২০২১ এ অনুষ্ঠিত হয়ে যাওয়া জেলার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সকল চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তাদের আজ শপথ বাক্য পাঠ করানো হয়েছে ।
বৃহস্পতিবার দুপর ১২ টার সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃণাল কান্তি দে এর সভাপতিত্বে , জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়, শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠান উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রা স্ব শরিরে উপস্থিত হয়ে এ শপথ বাক্য পাঠ করেন,যথাক্রমে ১৩ জন চেয়ারম্যানরা হলেন, প্রাগপুর ইউনিয়নের আশরাফুজ্জামান মুকুল সরকার, আদাবাড়ি ইউনিয়নের আব্দুল বাকী, মথুরাপুর ইউনিয়ন এর মোহাম্মদ মিন্টু হোসেন, ফিলিপনগর ইউনিয়নের নইমুদ্দিন সেন্টু,দৌলতপুর সদর ইউনিয়নের মহিউল ইসলাম মহি, রিফাতপুর ইউনিয়নের আব্দুর রশিদ বাবলু, খলিসাকুন্ডি ইউনিয়নের মোঃ জুলমত হোসেন, পিয়ারপুর ইউনিয়নের সোহেল রানা বুলবুল, বোয়ালিয়া ইউনিয়নের মো: খোয়াজ হোসেন, হুোগলবাড়ি ইউনিয়নের সেলিম চৌধুরী সহ চিলমারী ও মরিচা ইইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান।
এসময় দৌলতপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণেরা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সাথে শপথবাক্য পাঠ করেন এবং তারা ওয়াদা করেন তাদের ওপর অর্পিত সকল প্রকার দায়িত্ব সৎ এবং নিষ্ঠার সাথে আগামী পাঁচ বছর পালন করবেন।