নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল বাকীর আনুষ্ঠানিক ভাবে ইউনিয়ন পরিষদে যোগদান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১১ নং আদাবাড়িয়া ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল বাকী সকল প্রকার সরকারি আনুষ্ঠানিকতা ও শপথ গ্রহণ করার পরে বুধবার দুপুরে দোয়া ও মিলাদ মাহ্ফিলের মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদে যোগদান করেন সকল ইউপি সদস্যদের নিয়ে।
এসময় ইউনিয়নটির সকল নবনির্বাচিত সদস্য সহ সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, শরিফ উদ্দিন, ইয়াকুব আলী, দিদার আলী, আব্দুল হাই,সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আনারুল ইসলাম, আলাউল ইসলাম, বজলুর রশিদ, উবাইদুর রহমান,বিল্লাল হোসেন, কামরুজ্জামান বিশ্বাস সহ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলের শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল বাকী বলেন, আজকে আমি যে গুরুদায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি সেই দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, আজকের এই আনন্দঘন মূহুর্তে যদি আমার পাশে আমার বড় ভাই মকবুল হোসেন থাকতো তাহলে আমার চাইতে বেশি খুশি আর কেউ হতো না।
চেয়ারম্যান মোঃ আব্দুল বাকী আরো বলেন আমার ও সদস্যের শপথ গ্রহন শেষ হলে আমরা আনুষ্ঠানিক ভাবে পরিষদে যোগদান করবো সে জন্য সাবেক চেয়ারম্যান এর কাছে গেলে তিনি ডেট দেন এবং তিনি থাকবেন বলে জানান।
কিন্তুু তিনি আসেননি পরিশেষে সকল ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের নিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে পরিষদ কার্যকম শুরু করতে যাচ্ছি সবাই আমদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী পাঁচ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।