কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নে হত্যা মামলার আসামী এলাকায় ফিরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে পাহাড়পুর গ্রামে স্থানীয় মন্ডল গ্রুপের হামলায় লস্কর গ্রুপের আমিরুল ইসলাম (৫৫) নামের একজন ব্যক্তি নিহত হন। তিনি একই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, ১ বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামের দুই সহোদর নিহত হন। সেই হত্যা মামলার আসামী আমিরুল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রুপের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার বিকেলে দু গ্রুপ আবার সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালীন মারাত্মক আহত অবস্থায় আমিরুলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসায় বিরোধী পক্ষের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।