কুষ্টিয়ার মিরপুরের নয়নপুর গ্রামে চারদলীয় জোটের ক্যাডার রুহুল,শিহাব সোহাগ এর বিরুদ্ধে গ্রামের নিরীহ মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮জানুয়ারী সন্ধ্যায় মিরপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
লিখিত বক্তব্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর গ্রামের মোঃ রেজাউল আলম ফরহাদ ও আশরাফুল আলম গ্যাদন বলেন-নয়নপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে রুহুল, নুরুল,কাজী নুরুল ইসলামের ছেলে সোহাগ,ওয়াদুদ আলীর সিহাব গং এর নেতৃত্বে আমাদের গ্রাম নয়নপুরে নতুন করে সন্ত্রাসী কার্যকলাপ আরম্ভ করেছে।
বিশেষ করে রােড ডাকাতি, ছিনতাই, চুরি, গাজা, ইয়াবা সরবরাহ কারী এবং গ্রামের সাধারণ মানুষের ভয়-ভীতি দেখিয়ে বিগত চার দলীয় ঐক্য জোটের সময় এরা বীর মুক্তিযােদ্ধা মনির বিডিআর হত্যা এবং মােটর সাইকেল ছিনতায়ের সঙ্গে জড়িত এবং গ্রামের মানুষের ক্ষতি করে আসছে।
ঠিক এই কাজগুলো তারা আবার পুনরায় শুরু করেছে। সেই সব অনৈতিক কাজ করার প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে মিথ্যাচার করছে।আমরা তাদের এই কথিত মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন,রাকাত আলী শেখ,আব্দুল আজিজ,শামসুল আলম তারা,মোঃ শামীম মোল্লা,হেলাল,রানা আহমেদ,রুবেল আহমেদ,সবুজ,সজিব,মিশু,জহুরুল আলম নান্নু,শাহাবুল আলম মঞ্জু প্রমুখ।