1. admin@protidinerkushtia24.com : pk24 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

ইয়ুথ পাওয়ার কমিউনিটির প্রত্যান্ত গ্রামে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৯১ Time View

সারাদেশে চলছে কনকনে শীত, বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না।আর এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ইয়ুথ পাওয়ার কমিউনিটি নামের সামাজিক সংগঠন।

গতকাল ২৩ জানুয়ারী রবিবার রাতের আধারে ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়া জেলা টিম ব্যাতিক্রম কার্যক্রমের মাধ্যমে ” একটু উষ্ণ করি ” প্রকল্পের শীতবস্ত্র বিতরণ করে।
বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণ করে শহরকেন্দ্রিক কিন্তু গ্রাম পর্যায়ে অনেক অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যাদের এই কনকনে ঠান্ডায় মানবেতর জীবযাপন করে তাই ইয়ুথ পাওয়ার কমিনিউনিটি এর প্রধানন উপদেষ্টা বিশিষ্ট লেখক গবেষক ড. আমানুর আমান এর নির্দেশনায় ইয়ুথ পাওয়ার কমিউনিটি এর এক চৌকস টিম কুষ্টিয়ার পাশ্ববর্তী গ্রাম জগন্নাথপুর-চকরাজাপুর- নূরপুর-নগনমহম্মাদপুর ১০০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দিয়ে আসে রাতের আধারে বাড়ি বাড়ি যেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার কমিউনিটি উপদেষ্টা এস.এম. শামীম রানা তিনি বলেন ইয়ুথ পাওয়ার কমিউনিটির এই রকম কার্যক্রম সত্যিই প্রশংসনীয় তারা শহরের পাশাপাশি গ্রামকে বেচে নিয়েছে যা অন্যরা সাধারণত করে না। তাদের এমন কার্যক্রম দেখে অন্য সংগঠন গুলো গ্রামের অসহায় মানুষের পাশে দাড়ালে অসহায় মানুষ গুলো এই কঠিন শীতে একটু একটু উষ্ণতায় বাচতে পারবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার কমিউনিটি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আহাদ,কুষ্টিয়া জেলা টিম এর সাধারন সম্পাদক আরিফিন ফয়সাল জারিফ,সহ সভাপতি নাবিলা এহসান ও মারজান জামান রাহি,সাংগাঠনিক সম্পাদক জাওয়াদুল আঞ্জুম জিতু,জুনায়েদ হোসেন ডলারসহ এসোসিয়েট সদস্যরা।

ইয়ুথ পাওয়ার কমিউনিটি এর সাধারণ সম্পাদক আব্দুল্লহ আল আহাদ বলেন আমাদের এমন কার্যক্রম শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে চলবে। আমাদের শহরের পাশাপাশি গ্রামে কার্যক্রম করার জন্য প্রধান উপদেষ্টা ড.আমানুর আমান স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি।আগামিতেও আমরা আরো ব্যাপক পরিসরে কাজ করব ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia