দৌলতপুরে গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ কা ম সরোয়ার জাহান বাদশা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা-ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী,টিপু নেওয়াজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯২ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।