কুষ্টিয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর চেক বিতরণ ও দৈনিক আরশিনগর পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী কুষ্টিয়ায় তিনটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক আরশিনগর পরিবার, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।
প্রথম অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশীনগর পত্রিকার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়া প্রেসক্লাবের কেপিসি থেকে র্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরাল ফুল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর কুষ্টিয়া দিশা টাওয়ারে জাকজমক পূর্ণ ভাবে কেক কাটা বৃত্তি প্রদান ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরবর্তী অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে তিনজন সাংবাদিককে সহায়তা প্রদান করা হয়। রাতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান শেষে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব’র পরিচালনা ও সঞ্চালনায় দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে নির্বাহী সদস্য সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্যগণ ছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।