বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় কুষ্টিয়ার দিশা টাওয়ার এর কনফারেন্স রুমে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে ঘাত প্রতিঘাতের দৈনিক আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দ্বিতীয় ধাপের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম।
প্রায় দুইনযুগে পা রাখলো কুষ্টিয়ার সর্বাধিক প্রচারিত দৈনিক আরশীনগর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার প্রেসক্লাব কেপিসি ও দিশা টাওয়ারে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দৈনিক আরশীনগরের সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব ও আরশীনগর পরিবারের সদস্য ছাড়াও কেক কাটা অনুষ্ঠানে অংশনেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল। বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করে যাচ্ছে। আপনাদের সব ধরনের সহযোগিতার জন্য আমি আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি। আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি উপস্থিত থাকতে পারায় আনন্দ প্রকাশ করছি । সেই সাথে পত্রিকার সকল সাংবাদিক ও আরশীনগরের সাফল্য কামনা করছি।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম
বলেন, আরশীনগর ২২ বছর পদার্পণ করছে। আরশীনগরের সঙ্গে সব সময় আছি। সকাল বেলায় কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এই পত্রিকাটি । একটি প্রিয় পত্রিকার নাম আরশীনগর । আমার কাছেও সবচেয়ে প্রিয় পত্রিকা। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগা। মুক্তিযুদ্ধের স্বপক্ষে আরশীনগর কথা বলে আরশীনগরের সাফল্য কামনা করছি, শুভ কামনা সব সময়।
বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ প্রশ্নে এ পত্রিকাটি কোনো আপোষ করবে না। আরশীনগরের উত্তর উত্তর সাফল্য কামনা করেন তিনি। তিনি আরো বলেন, এখন ঢাকার মফস্বল সাংবাদিকের মধ্যে কোন পার্থক্য নেই। কারণ কুষ্টিয়ায় ঘটে যাওয়া যে কোন ঘটনা মুহূর্তমধ্যে আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাই।তিনি হুঁশিয়ারি করে বলেন, যে সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশক কার্ড বাণিজ্য করে এলাকায় চাঁদাবাজি করতে বলে। তাদের পত্রিকা অচিরে বন্ধ করে দেয়া হবে।তাছাড়া সাংবাদিকদের বেতন যারা দেন না তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনার নিয়োগপত্র ছাড়ার কোন পত্রিকায় কাজ করবেন না। প্রয়োজনে অন্য পেশার সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন । তবুও কোন অবস্থায় চাঁদাবাজি খাতায় নাম লেখান না।মনে রাখবেন আপনারা এই সমাজের দর্পণ।
মহাসচিব দীপ আজাদ বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের যেকোনো প্রয়োজনে যেকোনো সময় আমাকে জানাবেন। ন্যায় সঙ্গত সকল দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করব। বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আরশীনগর অবিচল থেকেছে। আমি আরশীনগর পত্রিকা টির সাফল্য কামনা করছি।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা
বলেন, প্রায় দুই যুগে পা রাখতে যাচ্ছে দৈনিক আরশীনগর। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরশীনগর পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।তিনি বলেন, গত দুই বছরে ভয়ঙ্কর ও খারাপ পরিস্থিতি মোকাবেলা করেছে বাংলাদেশসহ সারাবিশ্ব। ওই সময় অনেক গণমাধ্যম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে আরশীনগর শুধু টিকেই থাকেনি, এই মহামারি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিল। এই ভূমিকার জন্য আরশীনগরের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। কারণ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরশীনগর সবসময় তুলে ধরে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দৈনিক আরশীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, করোনাকালে সংবাদপত্র একটি কঠিন সময়ে আবর্তিত হয়। সেই কঠিন সময় আরশীনগর অতিক্রম করতে সক্ষম হয়েছে। এই সময়
তিনি বিজ্ঞাপনদাতা, আরশীনগরের সাংবাদিক সহ সকলকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিপি’র সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয় ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পুষ্প অর্পণের মধ্য দিয়ে ঘাতপ্রতিঘাতের ‘দৈনিক আরশিনগর পত্রিকা ২২তম’ প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠান রেলি, পুষ্প অর্পণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে রেলিটি দিশা টাওয়ারে যেয়ে সমাপ্ত হয়। রেলিতে উপস্থিত ছিলেন, দৈনিক আরশীনগরের সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব,বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা,খুলনা সাংবাদিক ইউনিয়ন, আরশীনগর পত্রিকার সকল সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের রেলিতে অংশগ্রহণ করেন ।
উল্লেখ্য, এটি কুষ্টিয়ার সর্বাধিক প্রকাশিত দৈনিক যা ২০০০ সালের ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।