কুষ্টিয়ার মিরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও ইটভাটার মালিক মজিবর রহমানের ছোট ছেলেকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলার অভিযোগে থানায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ।
এ ঘটনায় মিরপুরের ফুলবাড়ী এলাকায় এখনো বিরাজ করছে অস্থিরতা ঘটতে পারে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা।
জানাযায় ফুলবাড়ী ইউনিয়ন আওয়ায়ায়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের গেটপাড়া গ্রামে ক্যানালের পাশে জাহিদুলের উপর এ হামলার ঘটনা ঘটায়।
আহত জাহিদুলের বড়ভাই জাহাঙ্গীর আলম বলেন, আমার ছোট ভাই ফুলবাড়িয়া গ্রামে নিজস্ব পুকুরে মাছের খাবার দেওয়ায়ায়ার জন্য গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ায়ায়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন তার ছেলে জয় এবং টিটু, হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের উপর হামলা করে এবং তাকে অপহরণ করারও পরিকল্পনা করে।
কিন্তু সাধারন জনগন এর উপস্থিতি লক্ষ করলে তারা আমার ভাইকে রেখে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় আমার ভাইকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এবিষয়ে মিরপুর থানার জাহিদুলের বড় ভাই বাদী হয়ে, জয়নাল আবেদীন সহ তিনজনের নামে মামলা করলেও দেখা যায়নি প্রশাসনের কোন তৎপরতা এতে করে চরম অসন্তোষ প্রকাশ করছে ভুক্তভোগী পরিবার।
হামলার ঘটনায় ও মামলার অগ্রগতির ব্যাপারে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফার সাথে প্রতিবেদক কথা বললে, তিনি জানান এবিষয়ে আমি কিছু বলতে পারবো না আপনাদের নিউজ করার দরকার হলে নিউজ করেন।
পক্ষান্তরে এলাকা ঘুরে জানাযয় ও এলাকার লোকজন জানান জাহিদ একজন শান্তিপ্রিয়ো ও ভালো ছেলে তার উপর এমন বর্বরোচিত হামলা দুঃখজনক এ হামলায় প্রকৃত দোষীদের বিচার হওয়া দরকার। এলাকাবাসী আরো জানান এধরণের অপকর্ম জয়নাল আবেদীনের নতুন কিছু নয় সে পূর্বেও এমন অন্যায় কাজ করেছে।
এ ঘটনায় জয়নাল আবেদীন এর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি,