এলাকাবাসী জানান দূর্নীতিবাজ সাবেক এই সভাপতি আবারো দূর্নীতি করে বিদ্যালয়টির সভাপতি হতে চায়, কিন্তু সে পূনরয় সভাপতি হোক এমটি চায় না ঐ এলাকায় বসবাসরত ছাত্র ছাত্রীর অভিভাবক ও সচেতন মহল।
বিলগাতুয়ার সাধারণ জনগন ও শিক্ষার্থীদের অভিভাবকগনের দাবী সুষ্ঠ ভোটের মাধ্যমে বিদ্যালয়টিতে সভাপতি নির্বাচিত হোক।
কারণ হিসেবে তারা বলছেন, বিগত দিনগুলোতে বিদ্যালয়টি পরিচালনা করতে যেয়ে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম করেছে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মোস্তফা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিলগাতুয়া গ্রামের এক ব্যাক্তি বলেন, সাবেক এই সভাপতি বিভিন্ন সময়ে নানা প্রকার অনিয়ম, দূর্নীতি, নিয়োগ বানিজ্য ও বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা কোন কাজ না করেই হাতিয়ে নিয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নিয়োগ বানিজ্য, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিয়োগে ১৬ লক্ষ, একরাম মালিথা (শিক্ষক) নিয়োগে ৭ লক্ষ, রানি ( শিক্ষীকা) নিয়োগে ৪ লক্ষ, জিয়া (শিক্ষক) নিয়োগে ৪ লক্ষ, শহিদুল্লা মাস্টারের কাছে ২ লক্ষ টাকা নিয়ে বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এদের নিয়োগ দেয় সাবেক সভাপতি ।
ঐ ব্যাক্তি আরো জানান,সাবেক সভাপতি মোস্তফা’র বিরুদ্ধে এলাকাবাসী কেউ যদি মুখ খুলে বা অন্যয়ের প্রতিবাদ করে তাকেই বানিয়ে দেয়া হয় মাদক ব্যবসায়ী ।
অনুসন্ধানে আরো জানা যায়, বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সুপারভাইজার কমাল উদ্দিন আহমেদ এ মাসেই নির্বাচনী তফসীল ঘোষণা হওয়ার সম্ভবনা আছে। এবং বর্তমান এ্যাডহক কমিটি দারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতির সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।