কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোশারফপুর গ্রামের রিপন আলীর ৫ মাসের শিশুকন্যা ফাতেমা গলায় খাবার সুজি আটকিয়ে দম বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছ
শুক্রবার দুপুর ১.৪৫ মিনিটের দিকে পৌর এলাকার মোশারফপুর গ্রামের রিপন আলীর বাড়িতে এমব ঘটনা ঘটে।
প্রথমিক ভাবে জানাযায় ৫ মাসের ঐ শিশুকন্যা ফাতেমা কে তার মা সুজি খাওয়াতে যেয়ে তা দুই একবার মুখে দেওয়ার পর সুজি গলায় আটকিয়ে দম বন্ধু হয়ে যেতে থাকে।
এমন অবস্থায় শিশুটিকে পরিবারের লোকজন দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, পরিক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাঃ সুমাইয়া শারমিন মিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এঘটনা উপজেলার মোশারফপুর গ্রামের, রিপন আলীর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।