শনিবার ২৮ শে রমজানে উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, দৌলতপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও ৭৫ কুষ্টিয়া ০১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরোয়ার জাহান বাদশা এমপির সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামিলীগের সকল স্তরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে সভাপতির বক্তব্য এমপি বাদশাহ বলেন, প্রতি বছর রমজান আসে আমাদের মানবিক ও সৎ হওয়ার শিক্ষা দিতে কিন্তু কিছু অসাধু লোক রমজান আসলে অতিরিক্ত লাভের আসায় সাধারণ মানুষকে বিপাকে ফেলে ব্যাবসা করতে ব্যাস্ত হয়ে পড়ে। এমনটা ইসলাম পরিপন্থী, তাই আমারা সবাই সৎ পথে চলবো এবং রমজানের পবিত্রতা রক্ষা করবো।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফরোজ শাহীন খসরু,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুমন খান, যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ, মাহাবুব মাষ্টার সহ প্রমূখ।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত কারা হয়।