ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা এর নেতৃত্বে ১৯ মে বৃহস্পতিবার দিনব্যাপি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজার ও কাল ভৈরব বাজারে পৃথক দুইটি অভিযান চালিয়ে পুরাতন দরের ১হাজার ১শত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
কাকিনা বাজারে ডিলার সজীব ট্রেডার্স এর মালিক জাহাঙ্গীর আলম এর দোকান থেকে ৫শত লিটার পূর্বের দরের সয়াবিন জব্দ করে ৮হাজার টাকা এবং দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের খুচরা বিক্রেতা হানিফ ট্রেডার্স এর মালিক হানিফ মিয়ার দোকান থেকে ৬শত লিটার পূর্বের দরের সয়াবিন জব্দ করে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত সয়াবিন পূর্বের দরে বাজার কমিটির মাধ্যমে জনসাধারণের মাঝে বিক্রি করা হয়। সহকারী পরিচালক জানান, পূর্বের দরের সয়াবিন যদি কোনো দোকানে কিংবা ডিলারের কাছে মজুদ থাকার বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।