পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ১ নং ফেরিঘাটের র্যাম ডুবে গেছে। এতে ওই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।
যমুনা নদীর পানি বৃদ্ধিতে ঘাট ডুবে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দিনভর যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বহরের ২১ টি ফেরির মধ্যে যান্ত্রিক ক্রুটির কারনে মেরামতে রয়েছে রো-রো ফেরি (বড়) গোলাম মওলা।
অস্বাভাবিক পানি বাড়ায় দৌলতদিয়া ৭নং ফেরিঘাট ও আজ শনিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধ রয়েছে।
এছাড়াও পানি বাড়ায় ১নং ফেরিঘাটটি ডুবে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে ওই ঘাটে চলাচলকারী দুটি ডাম্প ফেরি। বর্তমানে ১৮টি ফেরি দিয়ে চলছে পারাপার।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, গত কয়েকদিন ধরে নদীতে পানি বাড়ছে। বৃহস্পতিবার রাতে ৫টি ঘাটের মধ্যে ১, ৪ ও ৫নং ঘাট তিনটির পন্টুন পানিতে ডুবে যায়। ফেরি চলাচল মারাত্নকভাবে ব্যহত হওয়ার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয়ঘাটেই সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকে। শুক্রবার বিকেলের দিকে ৪ ও ৫নং ঘাট দুটি মেরামত করা হলেও ১ নং ঘাটটি এখনো মেরামত করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, বর্তমানে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির কোন চাপ না থাকলেও পাড়ের অপেক্ষায় রয়েছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। ১ নং ঘাট দিয়ে দুটি ডাম্প ফেরিতে ট্রাক পারাপার করা হতো। যে কারণে ওই ফেরিদুটিকে বসিয়ে রাখা হয়েছে। বহরের ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই ১নং ঘাটটি মেরামত করে যানবাহন পারাপারের উপযোগী করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি দৌলতদিয়া পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।