মেহেরপুর পুলিশ লাইন এলাকায় ট্রাক ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইউনুস আলী (৬০) নামের এক যাত্রীসহ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার দুপুরের দিকে পুলিশ লাইনের কাছে নূর ফিলিং স্টেশনের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে মেহেরপুর শহরের দিকে আসা ঢাকা মেট্রো-ট ১৪-৯৯৩১ নম্বরের একটি পুলিশ লাইনের কাছে নূর ফিলিং স্টেশন এ ডিজেল নিয়ে সিগনাল ছাড়াই দ্রুতগতিতে প্রধান সড়কে উঠে পড়ে। এসময় মেহেরপুর-কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ইউনুস আলী সহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় ট্রাকের ড্রাইভার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।অপরদিকে সদর উপজেলার চাঁদপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের হানিফ আলীর ছেলে, শাফায়েত ইসলাম, ইকতার আলীর ছেলে,শিহাব, চুয়াডাঙ্গার তোতা মিয়ার ছেলে তমাল এবং তমালের স্ত্রী জান্নাতুল।জানা গেছে ঘটনার সময় তমাল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার ফেরার পথে চাঁদপুর নামক স্থানে পৌছালে বিপরীতদিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের ৪জন আহত জন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।