বাংলাদেশের বর্তমান বহুলপঠিত জনপ্রিয় অনলাইন পত্রিকা “বাংলাদেশ সংবাদ প্রতিদিন” এর গাজীপুর বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান সাগর একজন তরুণ সাংবাদিক ও কবি। তিনি পেশায় একজন প্রকৌশলী। তিনি সম্প্রতি অন্যান্য কাজের পাশাপাশি কবিতা চর্চায় মনোনিবেশ করেছেন। কুড়িগ্রাম থেকে প্রকাশিত “চারু ম্যাগাজিন” পত্রিকা কবির লেখা “বিষাদ সন্ধ্যা” নামে একটি কবিতা প্রকাশ করেছে । “চারু ম্যাগাজিন” এর এটাই প্রথম প্রকাশনা। “চারু ম্যাগাজিন” থেকে প্রকাশিত কবি সাইদুর রহমান সাগরের “বিষাদ সন্ধ্যা” নামে কবিতাটি কবিতা প্রেমীদের মাঝে অনেক সারা ফেলেছে। “চারু ম্যাগাজিন” মে ২০২২ সংখ্যাটি আপনিও পেতে পারেন সম্পাদক ও প্রকাশক ফিরোজ আহমেদ এর সাথে ০১৭৩৬০০০৯৭৯ নম্বরে যোগাযোগ করে। “চারু ম্যাগাজিন” এর কবিতা ও অন্যান্য লেখা পাঠ করে আপনিও লিখুন পাঠপ্রতিক্রিয়া যা পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।