কুষ্টিয়া শহরের এরশাদ নগর বস্তির বাসিন্দা অসহায় বিধবা নারীর পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নেওয়া জায়গা সহ দোকান জোরপূর্বক দখল করে নিল একই এলকার বাসিন্দা রাসু কসাইয়ের ছেলে রাজন।এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজকৃত জমির মালিক অসহায় বিধবা নারী বলেন আমার স্বামী ৩০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে এই জমিটি লিজ নেয়। আমার স্বামী মারা যাওয়ার পর আমি আমার ছেলেকে নিয়ে খুবই সমস্যায় পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ব্যাংক থেকে স্বল্প সুদে ঋন নিয়ে এই জায়গায়াটিতে দোকান ঘর তুলে মুদিখানার ব্যাবসা করে ভালই দিন কাটছিল। কিন্তু আমার ভাল দেখে একই এলকার রাসু কসাইয়ের ছেলে রাজন অনেক দিন ধরে ভেঙে ফেলে দেওয়ার হুমকি দিয়ে আসছিলো। কিন্তু আমি আমার নিজ নামীয় লিজ কৃত জমি না ছাড়াতে গতকাল আমি আমার ছেলে বাড়িতে না থাকার কারনে রাজন তার গুন্ডা বাহিনী দিয়ে আমার দোকান ঘর ভাঙচুর সহ দোকানে না থাকা ২লক্ষ টাকার মালামাল সহ নগদ টাকা লুটতরাজ করে লিজ কৃত জায়গা জোরপূর্বক দখল করে নেয়। আমি বাড়িতে এসে আমার দোকান ঘর ভাঙচুর সহ মালামাল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে শুনতে পায় এগুলো রাজন করেছে। এসময় আমি আমার সব কিছু হারিয়ে স্থানীয়দের কাছে রাজনের বিচার চাইলে তারা কেউই রাজনের ভয়ে এগিয়ে আসেনি।