কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লী বিদ্যুতের জোনাল অফিসের বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যেয়ে গ্রাহকদ্বারা হামলার শিকার হয়েছে গোলাম ফারুক নামে এক লাইন ম্যান।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম জানান বুধবার বিকালের দিকে উপজেলার মাষ্টার পাড়ার আব্দুল বারি’র বাড়িতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গেলে লাইনম্যান গোলাম ফারুক উপর হামলা চালিয়ে তকে গুরুতরভাবে আহত করে তার ছেলে শরিফুল।
এমন অবস্থায় ঐ লাইনম্যান গোলাম ফারুক কে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয় এবং তার মাথায় জোরালো অঘাতের কারণে ফেটে যাওয়ায় সাতটা সেলাই লাগে।
এমন ঘটনায় উপজেলার মাষ্টার পাড়া এলাকার আব্দুল বারি ও তার ছেলে শরিফুল সহ চার জনের নাম উল্লেখ পূর্বক আসামি করে দৌলতপুর জোলান আফিসের এ ই সি শাজাহান খন্দকার বাদী হয়ে একটি লিখত এজাহার জমা দেয়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান জানান পল্লী বিদ্যুতের লাইনম্যানের উপর হামলার ঘটনায় একটি লিখত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।