কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের একটি মাঠের আখক্ষেতের ভিতরে সুকৌশলে বিক্রয় ও সেবনের উদেশ্য গাঁজা চাষ করা হচ্ছে এমন তথ্যের উপর ভিত্তি করে, ভেড়ামারা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাতের সার্বিক দিক নির্দেশনায়
সোমবার দুপুর ২ টার দিকে ঐ আখক্ষেতের ভিতরে অভিযান চালায় দিঘলকান্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জামাল হোসেন সহ সংগীয় ফোর্স।
অভিযানের একপর্যায়ে আখক্ষেতের ভিতর থাকা প্রায় ৮ ফিট উচ্চতা সম্পন্ন ৮ টি গাঁজার গাছ দেখতে পায় পুলিশ, পরে গাছ গুলো গোড়া থেকে কেটে উদ্ধার পূর্বক গাঁজা চাষি ও মাদক কারবারি মৃত তাজ উদ্দিন শাহ্’র ছেলে ইদবার শাহ্ কে গ্রেফতার করে।
এ বিষয় ভেড়ামারা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান গোপান সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ইদবার নামে জৈনক ব্যাক্তি নিজ জমিতে গাঁজার চাষ করছে পুলিশ সেখানে যেয়ে তার সত্যতা পেলে গাঁজার গাছ উদ্ধার সহ তাকে গ্রেফতার করে। জনসার্থে এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
মামলা পক্রিয়াধিন।