কুষ্টিয়া তালবাড়িয়া ক্যাম্পের অফিসার ইনচার্জ শ্যাম প্রয়াদ রায় ও তার সঙ্গীয় একটি আভিযানিক দল গতকাল রাত ৮ টার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন তালবাড়িয়া ইউনিয়নের শামুখিয়া গ্রামের মৃতঃ মতোহার মেম্বার এর বাড়ীর সামনে থেকে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে (৫০) পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ রিপন ( ২৬ )রবিউল (৪০) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করে পুলিশ ।
আটককৃত দুই ব্যাক্তি মিরপুর উপজেলা তালবাড়ীয়া গ্রামে আজমল মালিথা ছেলে মোঃ রিপন । ও খলিল সদ্দার ছেলে মোঃ রবিউল
কুষ্টিয়া তালবাড়িয়া ক্যাম্পের অফিসার ইনচার্জ শ্যাম প্রয়াদ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ীয় বিরুদ্ধে কুষ্টিয়া জেলা মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং 0৪/০৭/২০২২ ইং । উক্ত মামলার সুএ ে আসামিকে আদালতে সোপর্স করা হলে তাকে জেল হাজতে গ্রেরণের আদেশ দেয়া হয়।