কুষ্টিয়ার খোকসায় বেকারিতে রাসায়নিক রং, রাসায়নিক সার, শিল্প লবণ মিশিয়ে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে আলাউদ্দিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলার গোপগ্রাম সন্তোষপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
তিনি জানান, খোকসায় বেকারিতে রাসায়নিক রং, রাসায়নিক সার, শিল্প লবণ মিশিয়ে খাদ্যপণ্য তৈরি করার অপরাধে আলাউদ্দিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সহায়তা করেন কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়ার ফ্লেয়ার বি এম রুহুল আমিন ও জেলা পুলিশের একটি টিম।