নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে দৌলতপুর উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে (২৩জুলাই থেকে ২৯ জুলাই) এই সাতদিন মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন হোসেনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খশরু, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি মো. আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা এম মামুন রেজা, সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম, অবজারভার প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, নয়া দিগন্ত প্রতিনিধি আহাদ আলী নয়ন, ইনকিলাব প্রতিনিধি মাহফুজুর আনান,ডিপিসি’র সহ-সভাপতি মাসুদুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক সোহানুর রহমান শিপন,যুগ্ন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান,আজকের পত্রিকা প্রতিনিধি তামিম আদনান, সাংবাদিক আব্দুল রাজ্জাক, সাইদুর রহমান, অন্তত আহমেদসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।