আল্লারদর্গায় দারুচিনি ক্যাফে হাউজ উদ্বোধন অনুষ্ঠান দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয়
২৯ জুলাই ২০২২ শুক্রবার সন্ধ্যায় ৭:৩০ আল্লারদর্গা বাজাররে পাশে হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাথে দারুচিনি ক্যাফে হাউজ মনোরম পরবিশেে প্রতিষ্ঠান টি শুভ উদ্বোধন করা হয়৷
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সেলিম চৌধুরী চেয়ারম্যান, হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ দৌলতপুর কুষ্টিয়া, আল্লারদর্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, হাবিবুর রহমান লস্কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ভোকেট নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান লোটন চৌধুরী, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম , সাংবাদিক শাহীন সহ অন্যান্য ব্যক্তিবর্গ বাজাররে বশিষ্টি ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থতি ছিলেন।
এ ব্যাপারে দারুচিনি ক্যাফে হাউজ পরচিালক বলেন আমরা দৌলতপুর উপজেলার মানুষকে রুচশিীল খাবার পরিবেশনের লক্ষ্যে অভিজ্ঞ ও বাহিরের বিভিন্ন রেস্টেুরন্টে থকেে অভিজ্ঞ বাবুর্চি সহ দক্ষতার সাথে এই দারুচিনি ক্যাফে হাউজ পরচিালনা করবো। যদি আপনাদের সকলরে দোয়া ও ভালোবাসা আমাদরে সাথে থাকে তাহলে আমরা আমাদরে মূল লক্ষ্য ও উদ্দশ্যেে পৌছতে সক্ষম।