কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলামের সভাপতিত্বে নেতা-কর্মীরা ব্যাপক কর্মসূচি হাতে নেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্গবন্ধু বিস্তৃত জীবন নিয়ে আলোচনা ও শোক সভা এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরণ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা রকিবুল ইসলাম রিংকু করীম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক নাহিদ, মনি, রুমন, পিন্টু, রিদয়, রাশেদ বিশ্বাস, রাসেল, তপু, শান্ত ও আলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
বঙ্গবন্ধু ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বলেন, যে বঙ্গবন্ধু জন্ম না হলে হয়তো আমরা এই স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেতাম না,
কিন্তু প্রক্ষান্তরে যার জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্ব তাকেই এদেশের কিছু হায়েনা ১৫ ই আগস্টে নির্মমভাবে হত্যা করলো, যেটা বাঙালি জাতির জন্য অত্যন্ত একটি লজ্জাজনক অধ্যায় হিসেবে বিবেচিত ।