1. admin@protidinerkushtia24.com : pk24 :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিল সহ আটক -২

কুষ্টিয়া প্রতিনিধি //
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৮৫ Time View

কুষ্টিয়া দৌলতপুর আল্লাহর দর্গা জয়ভোগা গ্রামে রাত ৪.৩০ হতে ০৫ : টা পর্যন্ত কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযানে ফেন্সিডিল উদ্ধার সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সজিবুর রহমান (৩৫) ও রনি (৩০), উভয় সাং ৪ নং মরিচা ইউনিয়ন, দৌলতপুর থানা ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার দেয়া তথ্য মতে জানা যায় ২৯/০৮/২০২২ ইং তারিখে রাতভর দৌলতপুরে অভিযান চলমান ছিলো ।
গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায় য়ে, আল্লাহর দর্গা , জয়ভোগা গ্রামস্থ জাহিদ এর মুদি দোকানের সামনে ভারতীয় অবৈধ ফেন্সিডিল বেচাকেনা হচ্ছে, সেখানে অভিযান করে ভারতীয় অবৈধ ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করা হয় ।
অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই শেখ আবুল কাশেম , এস আই সানোয়ার হোসেন ও সর্ব সিপাহী গণ ।কুষ্টিয়া দৌলতপুর থানাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, মামলা নং-৮৪,তারিখ-২৯/০৮/২০২২,ধারাঃমাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সনের, ৩৬(১) সারনীর ১৪(খ) ও ৪১, আসামী সজিব ও রনি দীর্ঘ দিন ধরে গোপনে মাদকের ব্যবসা করে আসছিলেন ।

ধৃত আসামী সজিব ও রনি-র বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, সজিব স্থানীয় প্রত্যেকের কাছে একজন নামকরা মাদক ব্যবসায়ী নামে পরিচিত, কি ব্যবসা করেন সেটা সজিবের এলাকার কেউ জানতোনা । সজিব ও তার চাচা একরাম মাষ্টারের দেয়া তথ্য মতে, সজিব থাকতো সাতক্ষীরা ভোমরা ( দিনাজপুর ) , যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা দর্শনা,
এসব বর্ডার অঞ্চল ।

এলাকার লোকজন বলেন, সজিব এত দ্রুত আলাদ্দীনের চেরাগ পেলো কেমন করে, এ মাদকের মামলা হওয়ার পর স্থানীয় জনমনে নানান গুঞ্জন চলছে, এমন কিছু আলোচনা চলছে একরামুল হক (মাষ্টারের) কাছে সজিবের সব মাদক ও স্বর্ণ চোরাচালনের অর্থ জমা থাকে।

এস,আই সানোয়ার ও এস,আই শেখ আবুল কাশেম এদের সামনে সজিবের চাচা একথাও বলেন, আমার ভাতিজা সজিব সে মাদকের ব্যবসা করুক ও স্বর্ণের ব্যবসা করুক এতে আপাদের কি সমস্যা! ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia