কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় নাসির উদ্দিন বিশ্বাস মহাবিদ্যালয়ে মসজিদ এর শুভ উদ্বোধন করেছেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।
দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন এর উদ্যোগে নাসির উদ্দিন বিশ্বাস মহাবিদ্যালয়ে মসজিদ নির্মাণে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে বয়ছে আনন্দের জোয়ার।
আল-সালেহ লাইফ লাইনের সহায়তায় ও আল-সালেহ লাইফ লাইনের পরিচালক হুমায়ুন কবির এর সহযোগিতায় মসজিদ নির্মাণে কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন,অত্র কলেজের অধ্যক্ষ,শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
আরও উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।