1. admin@protidinerkushtia24.com : pk24 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন

কুষ্টিয়ায় নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

কুষ্টিয়ায় নৌকা বাইচ চলাকালে নৌকাডুবির ঘটনা ঘটেছে, বাইচ চলাকালে গড়াই নদে নৌকাডুবির এ ঘটনা ঘটে। এতে একজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

শুক্রবার ২ সেপ্টেম্বর বিকেলের দিকে শহরের ঘোড়া ঘাট এলাকায় গড়াই নদীতে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীর পরিচয় জানা যায়নি।

নৌকাডুবির ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।

আহতরা হলেন, সদর উপজেলার বাহাদুরখালি গ্রামের করিম শেখের মেয়ে রুমা বেগম (৩৫) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের সালামত শেখের ছেলে রব্বানী (৩৬)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালের দিকে গড়াই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলছিল। এই উপলক্ষে মানুষের ঢল নামে নদীর তীরে। এসময় বাইচ দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে থাকা যাত্রীদের অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, ‘আমি ছুটিতে আছি। আমার কর্মীরা কাজ করছেন। একজন নিখোঁজ আছে এবং আহত হয়েছেন কয়েকজন বলে কর্মীরা জানিয়েছেন।’

শুক্রবার ২ সেপ্টেম্বর বিকেলে কুমারখালী উপজেলার কয়া এবং শহরের ঘোড়া ঘাট এলাকায় গড়াই নদে দুই দিন ব্যাপী এই বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ‍কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর আয়োজিত এই নৌকা বাইচ দেখতে গড়াই নদের তীরে নামে লাখো মানুষের ঢল। শুধু কুষ্টিয়া শহরই নয় আশপাশের বিভিন্ন এলাকা থেকে দল বেধে শিশু নারী পুরুষ এই প্রতিযোগিতা দেখতে গড়াই নদের তীরে ভিড় জমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia