কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আনন্দ র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষ করে অডিটোরিয়ামে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এর পরে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা শুরু হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এর সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খাঁন সুমন, সর্দার আতিয়ার রহমান আতিক, এ্যাডভোকেট নজরুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জাব্বারের সভাপতিত্বে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।