কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারাম পুর গ্রামের আব্দুল হালিম শেখ এর স্ত্রী লিলি খাতুন (৫৫) ও তার নাতি রাব্বু (১৩) কে মারধর ও ঘর বাড়ি ভাংচুর করেছে একই গ্রামের জিয়া রহমান (৪০) ও তার স্ত্রী রুমি খাতুন (৩৬)।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৯-০৯-২২ তাং সকাল ৬ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা হাতে লাঠি ও লোহার রড নিয়ে আব্দুল হালিম শেখের বাড়িতে অনাধিকার প্রবেশ করে এবং তাদের বসতবাড়ি দরজা জানালা ভাংচুর করে।
সেই সময় আব্দুল হালিমের স্ত্রী লিলি খাতুন তাদের বাধা দিতে গেলে অভিযুক্ত জিয়া তাকে রড দিয়ে মাথায় আঘাত করে এবং সে হাত দিয়ে আঘাত রক্ষা করতে গেলে তার হাতে রড দিয়ে পূনরায় আঘাত করে তার হাত ভেঙে দেয়।
আব্দুল হালিম এর নাতি তাকে আটকানোর চেষ্টা করলে তাকেও রড দিয়ে আঘাত করে তার হাত ভেঙে দেয়। এবং তাদের মর্মান্তিক জখম করে চলে যায়।
এরপর এলাকাবাসীর সহযোগিতায় তাদের ২ জনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পরে দুজনের হাতে ব্যান্ডেজ লাগানো হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান জানান,এজাহার পাওয়ার পর আমাদের পুলিশ ঘটনাস্থলে যেয়ে তদন্ত করেছে।
এবং অভিযোগের প্রেক্ষিতে জিয়া রহমান নামে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।