মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে মশার কয়েলের আগুনে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১টি এঁড়ে গরু, ৩টি ছাগল পুড়ে ঝলসে গেছে ও বেশ কিছু হাঁস-মুরগির মৃত্যু-সহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের শরিফ আলীর ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আক্তার হোসেন জানান, রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালানো হয়। পরে কয়েল থেকে গোয়াল ঘরের পাটকাঠিতে আগুন লেগে যায়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন গৃহকর্তা আক্তার হোসেন।
গভীর রাতে গোয়াল ঘরে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। পরে স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় গোয়াল ঘরের ভেতর বাধা ১টি এঁড়ে গরু, ৩টি ছাগলের সমস্ত দেহ পুড়ে ঝলসে যায় ও কমপক্ষে ১০টি হাঁস-মুরগি পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী গৃহকর্তা।