জীবন সুন্দর তাকে ভালোবাসতে শেখো” এই শ্লোগানকে সামনে রেখে আত্মহত্যা ও বাল্য বিবাহ প্রতিরোধে এলাকাবাসী সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ” দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার নির্বাহী অফিসার আব্দুল জাব্বার এর সভাপতিত্বে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের উদ্যোগে উক্ত সুধী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডাঃ আমিনুল হক রতন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহাম্মেদ মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে দৌলতপুর মডেল কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন , বিশেষ অতিথি হিসেবে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্য বলেন আপনার সন্তানকে মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে রাখুন। মাদক আপনার সন্তানের জীবনেকে তিলে তিলে ধংসকরে মৃত্যুর মুখে ঠেলে দেন।
তিনির আরও বলেন, বাল্যবিবাহ দিয়ে আপনার মেয়েকে মৃত্যুর দিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না।
উক্ত অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন।