1. admin@protidinerkushtia24.com : pk24 :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

দৌলতপুরে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী হুমায়ুনের সংবাদ সম্মেল

ডেক্স নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬৯৬ Time View

আগামী ১৭ ই অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ১নং ওয়ার্ড দৌলতপুর থেকে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী হুমায়ন কবির। এই নির্বাচনকে কেন্দ্র করে টাকার বিনিময়ে ভোট ক্রয় করা হচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যমে হুমায়ুনের বিরুদ্ধে অপপ্রচার চালাতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল।

এমন মিথ্যা ও অপপ্রচার চালানোর প্রতিবাদে
মঙ্গলবার সকাল ১০ টাই হাজী হুমায়ুন কবির তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেছে ।

সংবাদ সম্মেলনে হাজী হুমায়ুন কবির তার লিখিত বক্তব্যে বলেন, কতিপয় কিছু কুচক্রী ও ষড়যন্ত্রকারী মহল সাংবাদিকদের মিথ্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন কল্পকাহিনি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও স্থানীয় কিছু পত্রিকায় টাকার বিনিময়ে ভোট ক্রয় করা হচ্ছে এমন মিথ্যা তথ্যে দিয়ে অপপ্রচার চালাচ্ছে। যার অদিও কোন সত্যতা নেই। এমন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় তিনি আরো জানান হোগলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানারুল ইসলাম এরশাদের রেফারেন্স দিয়ে একটি স্থানীয় পত্রিকায় সংবাদ ছাপানো হয়েছে যে আমি নাকি এক লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট প্রর্থনা করছি। এমন বক্তব্য এরশাদ মেম্বার সাংবাদিকদের কখনো দেইনি। যা আমি তার সাথে কথা বলে জেনেছি এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ বিশেষ মাত্র ।

এ বিষয়ে হোগলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানারুল ইসলাম এরশাদ মেম্বার সংবাদ সম্মেলনে স্ব শরিরে উপস্থিত হয়ে বলেন, হাজী হুমায়ুন কবির এক লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল দিয়ে আমার ও ভোটারদের কাছ থেকে ভোট প্রর্থনা করছে এমন বক্তব্য এখন পর্যন্ত আমি কোন সাংবাদিক ভাইদের কাছে দেইনি।
তার পরেও একটি মহল আমার এবং হুমায়ুনের নাম যোগ করে আমার বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকায় উপস্থাপন করছে। যেটা সম্পূর্ণ ভাবে মিথ্যা ও বানোয়াট। আমিও এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী হুমায়ন কবির বলেন, প্রায় ১৫ বছর যাবৎ আমরা একটি বিদেশী দাতা সংস্থা পরিচালনা করে আসছি। আমাদের এই সংস্থাটির কাজ হলো বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা স্থাপন করে দেওয়া এবং দেশের বিভিন্ন মহামারী যেমন করোনা ও বন্যা সহ বিভিন্ন ব্যাপারে অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা প্রদান করে আশায় আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের সংস্থার এই কর্মকান্ডের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোন সম্পর্ক নেই। আশা করি আপনারা সেটা ক্লিয়ার হয়েছেন এবং আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের সেটা ক্লিয়ার হয়ে যাবে। সংবাদ সম্মেলনে দৌলতপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© All rights reserved © 2020 protidinerkushtia24.com
Protidiner Kushtia