কুষ্টিয়ার দৌলতপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মো.শাহিন (৪৭) ও শিউলি খাতুন (৩৪)কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাহিন ওই এলাকার আতর আলীর ছেলে ও শিউলি শাহিন এর ছোট ভাই রায়হানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় গুরুতর আহত শাহিনের ছোট ভাই রায়হান বাদী হয়ে দৌলতপুর থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি মামলা দ্বায়ের করেন (মামলা নংঃ ২১ -তারিখ ১২-১০-২০২২ ইং) মামলার বাদী রায়হান জানান, গত রবিবার সকালে
মো.বজলুর রহমানের ছেলে মো.সাজেদুল করিম অরুফে সন্ত্রাসী রিন্টু ও পাঞ্জাব মন্ডলের ছেলে জাহিদুলের নেতৃত্বে ৫/৬ জন আমার বাড়ীতে এসে ভাঙচুর চালায় এতে আমার স্ত্রী বাঁধা দিলে তাকে রিন্টু লোহার রড দিয়ে গুরুতর জখম করে এসময় আমার বড় ভাই শাহিন আসলে তাকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুত আহত হয়।
জানা যায় মো: সাজেদুল করিম (রিন্টু) মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিসে পরিসংখ্যান সহকারী হিসেবে কর্মরত আছে। সে নিজের প্রভাব খাটিয়ে এলাকার লোকজনের থেকে বিভিন্ন চাকুরী দেওয়ার নামে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা, চাকুরী না হওয়ায় এই টাকা কেউ ফেরত চাইলে সন্ত্রাসী রিন্টু তাকে মেরে ফেলার হুমকি দেয়। তাছাড়াও এলাকার লোকজনের সুত্রে জানা যায় মো: সাজেদুল করিম (রিন্টু) নারী কেলেংকারীর সাথে যুক্ত রয়েছেন। নিজের ক্ষমতার অহংকারের মাধ্যমে এলাকায় চালিয়ে যাচ্ছেন অনেক দুর্নীতি মূলক কাজ ৷ তার বিরুদ্ধে উঠে এসেছে ভিন্ন ভিন্ন অভিযোগ , প্রতিনিয়ত সে এইভাবেই নিজের প্রভাবের মাধ্যেমে এলাকায় তোলপাড় চালাও বলেও জানা যায় ৷
আহতদের আশংকাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রোগীদের অবস্থা দেখে কুষ্টিয়া রিফাড করেন, বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত পরিবারের লোকজন প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান জানান, এই বিষয়ে একটি মামলা দ্বায়ের হয়েছে আমরা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অবশ্যই দোষীরা দৃষ্টান্ত মূলক শাস্তি পাবেন৷