কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সন্তান আছানুল হক সাংবাদিকতা পেশায় আসেন ২০১৩ সালে সাপ্তাহিক আদিবাসীর অধিকার পত্রিকার মাধ্যমে। পরে দৈনিক মাটির পৃথিবী ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকায় কাজ কারেন তিনি। ২০১৮ সালে জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। এ ছাড়াও তিনি ইন্টারনেটভিত্তিক ৭১ বাংলা টিভিতে দীর্ঘ দিন সুনামের সাথে কাজ করে আসছেন । তিনি পর পর তিন বছর ইন্টারনেটভিত্তিক ৭১ বাংলা টিভিতে সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার আলোকিত সকাল পত্রিকা কর্তৃপক্ষ তাকে দৌলতপুর প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দিয়েছে বলে জানিয়েছে।