কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে বুধবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
পূর্বঘোষিত ছাত্রদলের কর্মীসভার অংশ হিসেবে আজ বিকাল থেকেই তারাগুনিয়া থানারমোড় এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিকেল ৩ টার দিকে তারা মোটর সাইকেল সোডাউন দিয়ে মিছিল বের করে সভাস্থলে আসতে থাকেন। সভাস্থল এলাকার আগে তারাগুনিয়া বাজারে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ছাত্রদলের মিছিলটি তারাগুনিয়া বাজার এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে। ছাত্রদল প্রথমে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ধাওয়া দিয়ে ছাত্রদল কিছুদুর অগ্রসর হয়।
পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দেয়, ছাত্রলীগের পাল্টা ধাওয়ায় ছাত্রদল পিছু হটে এবং ছত্রভঙ্গ হয়ে যান। ছাত্রলীগ-ছাত্রদল উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দেখা যায়। তাঁদের হাতে ইটের টুকরাও দেখা যায়। ছাত্রলীগের পাল্টা ধাওয়ার আগে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে। ধাওয়া পাল্টাধাওয়ার সময় ঘটনাস্থলে দৌলতপুর থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এদিকে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়ার সময়ও ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচী চলমানছিল। এবিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ধাওয়া পাল্টাধাওয়ার খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়েন্ত্রনে আনি এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তিনি।