সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য, ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন ।
শনিবার (১০ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে পেশাগত দায়িত্ব পালনে গেলে তার উপর সন্ত্রাসী মিঠুন বাহিনী এ হামলা করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার শিকার আহত সাংবাদিক ফিরোজ কায়সার বলেন, র্যাবের গাড়িতে বোমা হামলাকারী, বিভিন্ন অপকর্ম, মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত সন্ত্রাসী মিঠুন দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক থেকে দেশে ফিরে এসে আবারো শুরু করেছে তার তাণ্ডবলীলা।
সন্ত্রাসী মিঠুন বাহিনীর প্রধান মিঠুন ও বোমাপ্রস্তুতকারী তার ভাগ্নে কমল সহ মোট ৭ জন এবং আরো অজ্ঞাত ৭/৮ জন মিলে সাংবাদিক ফিরোজ কায়সারের ওপর হামলা চালায়।
এই ঘটনায় তাদের নামে দৌলতপুর থানায় সাংবাদিক ফিরোজ কায়সার বাদী হয়ে একটি লিখিত এজাহার জমা দিয়েছি।
এদিকে সাংবাদিক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলাকারী মিঠুন গ্যাং এর অবিলম্বে গ্রেফতার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্চু, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ ও ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাংগঠনিক সম্পাদক রাকিব আলী সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ সন্ত্রাসী মিঠুন গ্যাং কে অনতিবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য পৃথক পৃথক বিবৃতি প্রদান করেছেন।
এবিষয়ে, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সাংবাদিক ফিরোজ কায়সার বাদী হয়ে এজাহার দাখিল করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।