মেহেরপুরের গাংনীর আমতৈল গ্রামের জনির উদ্দীন ওরফে জগত হত্যা মামলার সন্দিগ্ধ আসামী আব্দুল আজিত(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি গাংনীর হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মৃত তাছার মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হেমায়েতপুর মাঠের মধ্যে জনির উদ্দিন জগতকে হত্যা করা হয়। এ ব্যাপারে গাংনী থানায় ৪ জনকে আসামী করে মামলা করেন জনির উদ্দিন জগতের স্ত্রী। ওই মামলার আসামী আব্দুল গাফ্ফার রিমান্ডে এ হত্যাকাণ্ডে আজিতে সম্পৃক্ততার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।ধৃত আসামীকে মেহেরপুর আদালতৈ প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।