ভেড়ামারায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ নেতা-কর্মীবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে দিবস টি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া ও মোনাজাত-এ অংশগ্রহণ করেন। এ সময় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মারুফ বিল্লাহ সহ বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।।