নিচে দেওয়া ছবির ব্যক্তিরা সুকৌশলে পকেট মেরে নিয়েছে এক বৃদ্ধের কষ্টে জমানো টাকা।
এই অপরাধী চক্রের সন্ধান পেলে যোগাযোগ করুন ওসি, ভেড়ামারা থানাঃ ০১৩২০-১৪৭২৫৩
এডিশনাল এসপি, ভেড়ামারা সার্কেলঃ ০১৩২০-১৪৭১৫০।
কুষ্টিয়ায় অজ্ঞান পার্টি, মলম পার্টির মতোই অভিনব কায়দায় পকেট মেরে নিচ্ছে নতুন এই “দুর্গন্ধযুক্ত ময়লা নিক্ষেপ পার্টি”
ঘটনার সময় ও স্থানঃ ০৬/০৪/২০২৩ ইং সকাল অনুমান ১০.০৫ ঘটিকা থেকে ১০.১০ ঘটিকা ভেড়ামারা উপজেলার ‘স্বপ্ন’ সুপার শপের সামনে।
সোনালী ব্যাংক, ভেড়ামারা, কুষ্টিয়া শাখা থেকে সহজ-সরল বৃদ্ধ ব্যক্তি আরমান(ছদ্মনাম) তার অতিকষ্টে জমানো সঞ্চয় পত্রের টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হওয়া মাত্রই তার পিছু নেয় আগে থেকেই ওৎ পেতে থাকা ভয়ংকর এই “ময়লা পার্টি” চক্রের সদস্যরা। একজন সুকৌশলে টার্গেট ব্যক্তির পাঞ্জাবী ও লুঙ্গিতে তার অজান্তেই সেই দুর্গন্ধযুক্ত ময়লা লাগিয়ে দেয়। এরপর দু-এক পা আগাতেই চক্রের অপর সদস্য শুভাকাঙ্ক্ষী হয়ে টার্গেট ব্যক্তির পাঞ্জাবী ও লুঙ্গিতে লেগে থাকা দুর্গন্ধযুক্ত ময়লা দেখিয়ে দিয়ে তা পরিস্কার করার স্থান(আশেপাশে থাকা পানির ট্যাপ অথবা টিউবওয়েল এবং যে স্থানে পানির ব্যবস্থা নেই সেখানে তারা নিজেরাই পানির বোতল সহ অবস্থান করে) দেখিয়ে দেয়। এরপর চক্রের অপর সদস্য পানির বোতল হাতে নিয়ে সেই দুর্গন্ধযুক্ত ময়লা পরিস্কার করতে সহায়তা করার নামে টার্গেট ব্যক্তিকে তার পাঞ্জাবী খুলতে বললে সরল বিশ্বাসে তিনি পাঞ্জাবী খুলেন এবং চক্রের সদস্যই তার পাঞ্জাবী সুবিধামতো পাশে রাখেন তখন আগে থেকেই প্রস্তুত চক্রের অন্য সদস্য দ্রুত সময়ের মধ্যেই সাবলীল ভাবে সেই পাঞ্জাবীর পকেট থেকে টার্গেট ব্যক্তির কষ্টে জমানো টাকা নিয়ে যায়। আর এ সকল ঘটনা ঘটে যায় মাত্র ২/৩ মিনিটের মধ্যেই।
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সক্রিয় হয়েছে বিভিন্ন লুটপাট ও ছিনতাই চক্র। অভিনব কায়দায় লুট করে নিতে চায় আপনার কষ্টের টাকা। আসুন সচেতন হই। আপনার সচেতনতাই রুখে দেবে এসব চক্রের দৌরাত্ম্য।
সর্তক করণী নিউজ জনস্বার্থে