মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুর সদ্দারপাড়ায় আগুনে ঘরবাড়ী পুড়ে যাওয়া মানুষের মাঝে চাউল ও কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, ভারপ্রাপ্ত ইউএনও হারুন অর রশীদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল দুপুরে আহম্মদপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শতশত বিঘা পানের বরজ ও সদ্দারপাড়া এলাকায় বেশ কয়েকজনের বসতবাড়িতে আগুন লাগে। এতে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলো।
ঘরবাড়ী পুড়ে যাওয়া পরিবারের মাঝে এক বস্তা চাউল ও আপদকালীন হিসেবে ঘরের মেঝেতে কম্বল বিছিয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিতকল্পে কম্বল তুলে দেওয়া হয়। পরবর্তীতে পুনর্বাসনের উদযোগ নেওয়া হবে বলে জানানো হয়।